নুনু ফকির বাড়িতে চলছিল ধুমধাম বিয়ের অনুষ্ঠান ও খাওয়ার আয়োজন। তবে হঠাৎ পুলিশের উপস্থিতিতে থমকে যায় বিয়ে বাড়ির হইচই আর আনন্দ উল্লাস। এমনকি খাওয়া-দাওয়া ফেলে বউ নিয়ে পালিয়ে যায় বর।
গত বৃহস্পতিবার (২৭ জুন) কুমিল্লার বুড়িচংয়ে কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, একই গ্রামের আয়েত আলীর ছেলে দুবাই প্রবাসী রাজিব হোসেনের সঙ্গে মিম আক্তারের বিয়ে আগেই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বউ তুলতে বরযাত্রী নিয়ে আসেন বর পক্ষ। এ খবর পেয়ে সেখানে পুলিশ নিয়ে হাজির হন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। তাদের দেখেই কনেকে নিয়ে বর ও বরযাত্রী পালিয়ে যান।
এদিকে বর, বরযাত্রী ও বিয়ের পাত্রী কাউকে না পেয়ে কনের চাচাকে আটক করে নিয়ে যান ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে দুবাই প্রবাসী বর রাজিব হোসেনের চাচা বলেন, তাদের বিয়ে আগেই হয়ে গেছে। আজ ছিল কনেকে উঠিয়ে নেওয়ার দিন।
মিম আক্তার বুড়িচং উপজেলা শ্রীমনৃতপুর এম ছাত্তার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলে উদ্দিন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC