গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তায় কর্মসূচি আওতায় ২ শতাধিক কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা-৫ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ এম এ জাহের এমপি শীতবস্ত্র তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এবং সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি আবুল হাসানাত চৌধুরী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাস এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC