বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), রোববার (১০ ডিসেম্বর) কুমিল্লাতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৭০তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ হারুন-অর-রশিদ মোল্লা।
সভাপতি মহোদয় তাঁর বক্তৃতায় সোনার বাংলা বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণার্থীদের নিকট বার্ডের কার্যক্রম তুলে ধরেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আবদুল্লাহ আল মামুন।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৭০তম ব্যাচের সহকারী কোর্স পরিচালক জনাব মোঃ ওবায়দুল্লাহ সরদার, সহকারী পরিচালক (গ্রন্থাগার)
উক্ত কোর্স পরিচালক ও যুগ্মপরিচালক (প্রশাসন) জনাব বেনজির আহমেদ কোর্সের বিষয়বস্তু ও সার্বিক বিষয় প্রশিক্ষণার্থীদের অবহিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (পার্সোনেল) ডা: মোঃ বদিউজ্জামান। তিনি দেশের উন্নয়ন ও নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত কোর্সের কোর্স সমন্বয়ক জনাব জোনায়েদ রহিম, যুগ্মপরিচালক (প্রশিক্ষণ) এবং জনাব মোঃ ওবায়দুল্লাহ সরদার, সহকারী পরিচালক (গ্রন্থাগার) ও সহকারী কোর্স পরিচালক।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণ কোর্স এ ৩৯তম ও ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এর ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC