কুমিল্লার বরুড়া উপজলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা।
রক্তঋণ সামাজিক সংগঠনের উপদেষ্টা সদস্য কাজী মোঃ মমিনুল্লাহ ভূঁইয়া, বরুড়া উপজেলা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের হৃদয় ভৌমিক, পেয়ার আহমেদ, তানিয়া আক্তার, বরুড়া পৌরসভা কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক শাকিলা জামান, সংগীত শিক্ষক শাহিনুর আক্তার রিমা, শাকপুর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক আওলাদ হোসেন সিয়াম, জেন্ডার প্রমোটর সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক, আবৃত্তি শিক্ষক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বরুড়া পৌরসভা কিশোর কিশোরী ক্লাব, শিলমুড়ী উত্তর ইউনিয়ন ও শাকপুর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC