কুমিল্লার বরুড়া উপজেলায় তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে নানা অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ফেয়ার হসপিটালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।
এ সময় ফেয়ার হসপিটালকে লাইসেন্স নবায়ন না থাকা, প্রদর্শিত সেবা তালিকায় অসামঞ্জস্যতা থাকা সহ নানা অনিয়মের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, প্রতিষ্ঠানটিকে অনিয়মগুলো সংশোধনের জন্য এক মাস সময় দেওয়া হয়।
একই দিন সকালে বরুড়ার আড্ডায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
এই সময় তার সাথে ছিলেন ডা. সিফাত সালেহ, মেডিকেল অফিসার, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ভ্রাম্যমাণ আদালত দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন না থাকা, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট পাওয়া সহ নানা অনিয়মের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করে।
এদিকে, সোনাইমুড়ী মডেল ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকা, পরিবেশ ছাড়পত্র না থাকা, বর্জ্য ব্যবস্থাপনা সন্তোষজনক না হওয়ায় এবং প্রদর্শিত সেবা তালিকার সাথে বাস্তবতার অসামঞ্জস্য থাকায় এবং ডাক্তার না হয়েও জেনারেল ফিজিশিয়ান হিসেবে চিকিৎসাপত্র দেয়ার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC