কুমিল্লার বরুড়া উপজলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের প্রশিক্ষণ প্রশিক্ষক মোর্শেদা বেগম, একাডেমিক সুপার ভাইজার আছিয়া খাতুন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র প্রভাষক মোঃ মাসুদ মজুমদার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, বরুড়া পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী পাল, পিলগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান, কসামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোর্শেদা চৌধুরী এ্যানি।
এসময় বরুড়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সনদ বিতরণ করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC