কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউপির দক্ষিণ সাতবাড়িয়া গ্রামে নিখোঁজের ২ দিন পর সেপটিক ট্যাংকি থেকে শাকিব (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) মো. শাকিব (২২) নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ সাতবাড়িয়া ইউপির দক্ষিণ সাতবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা থেকে শাকিবকে পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজা খুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির পিছনে সেপটিক ট্যাংকের ভিতরে কচুরি ফেনা চাপ দেয়া অবস্থায় পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে নিহতের চাচা আমির হোসেন বলেন, আমরা ভাতিজাকে শুক্রবার রাত থেকে খোঁজে পাচ্ছি না। অনেক খোঁজ খোঁজি করে সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির পিছনে বিলের ধারে সেপটিক ট্যাংকের ভিতরে কচুরি ফেনা দিয়ে চাপ দেয়া একটি পা দেখা যায়। পরে পুলিশ এসে ভাতিজার লাশ উদ্ধার করে। এ সেপটিক ট্যাংকও তার ভাই বাবুলের। এতে তাকে হত্যা করে লাশ এখানে গুম করার উদ্দেশ্যে রাখা হয়েছে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।