কুমিল্লার দেবীদ্বারে তাস খেলা আসরে পুলিশ দেখে পালাতে গিয়ে আক্কাস আলী (৫০) নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুবুধবার (১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের গোমতী নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আক্কাস আলীসহ ৫/৬ জন তাস খেলছিলেন। এ সময় টহল পুলিশের একটি দল কাছাকাছি এলে কেউ নদীতে ঝাপ দেন, কেউবা পালিয়ে আত্মরক্ষার চেষ্টা চালান। আক্কাস দ্রুত পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই জানান, কয়েকজন বাড়ির পাশে গোমতী নদীর তীরে বসে তাস খেলছিল। পুলিশ দেখে পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মারা যান। বৃহস্পতিবার তার জানাজা হবে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ জানান, আক্কাস আলী যুবলীগের কর্মী ছিলেন। তিনি আগেও দুবার হার্ট অ্যাটাক করেছিলেন। আজ তারা ৫/৬ জন নদীর পাড়ে তাস খেলছিলেন। পুলিশ দেখে তারা ভাবছে ধরতে আসছে, ভয়ে পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আক্কাস মারা যান।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, অবরোধে সহিংসতা রোধে এসআই নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় দায়িত্বে ছিল। শুনেছি নদীর পাড়ে কিছু লোকজন তাস খেলছিল। পুলিশ দেখে পালাতে গিয়ে একজন অসুস্থ্য হয়ে মারা গেছেন বলে শুনেছি।