ডিসেম্বর ৩, ২০২৪

মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার দাউদকান্দিতে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

52nd National Cooperative Day celebrated at Daudkandi, Cumilla
কুমিল্লার দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’।

শনিবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দের বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহণে পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসলাম স্বাগত বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ মোকলেছুর রহমান। সমবায়ীদের মাঝে বক্তব্য রাখেন দাউদকান্দি ক্লাসিক সমবায় সমিতির সভাপতি রেহেনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।