কুমিল্লার তিতাস উপজেলায় অপরিকল্পিতভাবে তিতাস নদী খনন করার কারণে এলজিইডির তালিকাভুক্ত গ্রামীণ রাস্তা ভেঙে পড়েছে। রাস্তাটি ভেঙে যাওয়ায় রাস্তা-সংলগ্ন একাধিক বসতবাড়ি ভাঙনের হুমকির মুখে পড়েছে।
ওই এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দেড় কিলোমিটারের রাস্তাটি মজিদপুর কান্দাপাড়া থেকে তিতাস নদীর পাড় ঘেঁষে মৌটুপী গিয়ে শেষ হয়েছে। অপরিকল্পিতভাবে নদী খনন করায় নদীরপাড়ের রাস্তাটি ভেঙে পুনরায় নদী ভরাট হচ্ছে। রাস্তার পাশে থাকা একাধিক বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
খনন কাজের দায়িত্বে থাকা ব্যক্তিরা বাঁশ ও বেড়া দিয়ে রাস্তাটি ঠিক রাখার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তা ভেঙে যায়। পানি উন্নয়ন বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে তিতাস নদীর দ্বিতীয় পর্যায়ের খনন কাজ গত জানুয়ারি মাস থেকে চলমান রয়েছে।
মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার জানান, এলাকার লোকজন তাকে বিষয়টি অবগত করেছে। তিনি সরেজমিনে গিয়ে দেখেছেন। এখন শুধু মজিদপুর থেকে মৌটুপী সড়কটি ভেঙে গেছে। নদীতে আরেকটু পানি কমে গেলে কড়িকান্দি বাজার থেকে মজিদপুরের যে রাস্তাটি রয়েছে সেটিও ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ১৫ ফুট নদী খননের জায়গায় ৩০ থেকে ৪০ ফুট খনন করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী সাহিদুল ইসলাম জানান, রাস্তাটি এলজিইডি’র তালিকাভুক্ত। বিষয়টি তারা পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানাবেন। ভেঙে যাওয়া রাস্তাটি পানি উন্নয়ন বোর্ড সংস্কার করে দিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি তাকে অবগত করেছে। তিনি পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। যাতে তারা দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশন ইঞ্জিনিয়ার মো. সেলিম আহমেদ বলেন, বিষয়টি তাকে এসিল্যান্ড জানিয়েছে। তারা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC