কুমিল্লা সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উম্মে সালমা তিন্নি। নিজের জমানো টাকা থেকে বই কিনে তরুণদের মাঝে দশ টাকা মূল্যে দিয়ে বইয়ের প্রতি ভালবাসা বৃদ্ধির আন্দোলন তার। ২০২১ সাল থেকে যাত্রা করা তার এই উদ্যোগ ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। নানা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ৫ হাজারের অধিক বই বিতরণ হয়েছে তার।
তিন্নির ইচ্ছা তার আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেয়া। ওয়েব সাইট করে দেশের যেকোনো প্রান্তে পৌছে দেয়া। যেনো ঘরে বসেই দশ টাকায় পছন্দের বই পেয়ে যান বই প্রেমিরা।
তিন্নির উদ্যোগের প্রশংসা করছেন সবাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মানসুরা তাবাচ্ছুম বলেন, 'অনেক সময় আমরা পছন্দের বই হাতের নাগালে পাই না। আবার পেলেও অর্থ সংকটে কিনতে পারি না। দশ টাকায় বই যে উদ্যোগটা নেয়া হয়েছে, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়'।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী আহসান হাবিব বলেন, 'শিক্ষার্থীরা বই অনেকটাই বই বিমুখ হয়ে যাচ্ছে। এমন উদ্যোগে বইয়ে৷ পাঠক বাড়বে। তরুণদের বইয়ের প্রতি ভালোবাসা বাড়বে'৷
তিন্নি জানান, 'ছোট বেলা থেকে আমার বইয়ের প্রতি আগ্রহ ছিলো। যেখানে সুযোগ পেতাম বই পড়তাম, কিনতাম। লক্ষ্য করলাম, অনেকেই টাকার অভাব বা বেশি মূল্যের জন্য বই কিনতে পারেন না। এটা আমাকে ভাবিয়ে তুলছে'।
দশ টাকায় বইয়ের আন্দোলন শুরু গল্পটা বলতে গিয়ে তিনি জানান, 'আমার ব্যক্তিগত অনেক বই আর জমানো কিছু টাকা দিয়ে বই কিনে প্রথমে শুরু করি। এরপর দশ টাকায় বই বিক্রি করে যে টাকা পাই, নিজের টাকা ও প্রকাশনী থেকে স্পন্সর নিয়ে কার্যক্রম চলছে'।
বই নিয়ে তার স্বপ্নের কথা জানাতে বলেন, 'সারা দেশে এই আন্দোলনটা ছড়িয়ে দিতে চাই। ওয়েব সাইট করেছি, যেন দেশের যে কোনো প্রান্তে বই পৌঁছে দিতে পারি। কখনো সীমাবদ্ধতায় আঁটকে যাই৷ তবু নিজেকে শক্ত রাখি, যেন এগিয়ে যেতে পারি'।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC