কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আনোয়ার হোসেন (৫২) নামে এক পথচারি নিহত হয়েছেন। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার সাইদুল হক এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার ফুটওভার ব্রিজ থেকে নেমে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা দ্রতগামী গাড়ি আনোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানা সেকেন্ড অফিসার সাইদুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে লাশটি উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে’।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC