কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা দুই যুবদল নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মঠুয়া এলাকার তাজমহল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের দেলোয়ার হোসেন (৪০) ও গিলাতলী গ্রামের মোহন মিয়ার ছেলে ইরফানুল হক মানিক (৪১)। নিহত দেলোয়ার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব ও ইরফানুল হক মানিক একই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে মিয়া বাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসাইন বলেন,, কুমিল্লা থেকে ফেনীগামী যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চৌদ্দগ্রাম উপজেলার মঠুয়া এলাকার তাজমহল হোটেলের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটিকে উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে, বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ দুটি নিয়ে গেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC