ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৮

arrest
গ্রেফতার। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৮ মাদক কারবারিকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

মঙ্গল ও সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও কারবারিদের আটক করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে- মঙ্গলবার ভোরে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা সর্দার বাড়ির মোবারক হোসেন এর পুকুরপাড় থেকে ১৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, উত্তর বেতিয়ারা মজুমদার বাড়ির আব্দুল মোমেনের ছেলে একরামুল হক(৩২) ও একই গ্রামের মোঃ সজীব(২৮)।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের আবুল বাশারের ছেলে মোবারক হোসেন (৪২), মৃত আবু আহাম্মেদের ছেলে মোঃ মিজান প্রঃ নিজাম (৪১), আব্দুল হকের ছেলে মাহফুজ(২৫) এবং -দক্ষিণ বেতিয়ারা গ্রামের রফিক আহাম্মেদের ছেলে মোঃ শামীম(৩০) পালিয়ে যায়। এ ঘটনায় এসআই মোঃ আলমগীর হোসেন মাদক নিয়ন্ত্রণ আইনে ছয় জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

এছাড়াও পৃথক আরও কয়েকটি অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা, ৫৬- পিস ইয়াবা, ১০০ বোতল-এস্কাফ, ৫৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এসময় চাপাইনবাবগঞ্জ জেলার সাকিম চকলানপুর গ্রামের মৃত আলা উদ্দিন বিশ্বাসের ছেলে আবুল কালাম আজাদ (৫৪) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কেচকিমুড়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে আব্দুল মালেক (৩৭)সহ ছয়জনকে আটক করে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।