কুমিল্লার চান্দিনা সরকারি খাল ভরাট করে স মিলের ব্যবসা করার অভিযোগ উঠেছে যুবদল নেতা লোকমান হোসেন শাহাজান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। খালটি ভরাটের ফলে উপজেলার মহিচাইল বাজার, মহিচাইল উচ্চ বিদ্যালয়, মহিচাইল বালিকা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বাড়ির পানি নিষ্কাশনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
সম্প্রতি খাল ভরাট উচ্ছেদের মাধ্যমে খালটি পুনঃখনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মহিচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাজারসংলগ্ন পুকুরটিতে মহিচাইল উচ্চ বিদ্যালয়, মহিচাইল বাজার, মহিচাইল বালিকা উচ্চ বিদ্যালয় ও আশপাশের বাড়ির বৃষ্টির পানি বাজারসংলগ্ন পুকুরটিতে জমে।
ওই পুকুরের সঙ্গে সংযুক্ত ছিল একটি খাল, যা সিএস ম্যাপ থেকে শুরু করে বিএস ম্যাপেও রয়েছে। পুকুরের অতিরিক্ত পানি ওই খাল দিয়ে নিষ্কাশন হতো। কিন্তু লোকমান হোসেন শাহজাহান ও তাঁর ভাই আবুল কালাম আজাদ কয়েক বছর যাবৎ সরকারি ওই খালটি অবৈধভাবে ভরাট করে সেখানে সমিল ব্যবসাসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলে। এদিকে বর্ষা মৌসুমেই বিদ্যালয় দুটির পানি, বাজারের পানিসহ আশপাশের পানি পুকুরটিতে জমে ধসে পড়ছে পাকা সড়ক।
জলাবদ্ধতার ফলে মাধাইয়া-নবাবপুর সড়কের মহিচাইল বাজারসংলগ্ন ওই পুকুরটির পার রক্ষায় সরকারি অর্থায়নে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করতে হচ্ছে রিটার্নিং ওয়াল। অভিযোগ অস্বীকার করে লোকমান হোসেন শাহজাহান জানান, নকশায় কোনো খাল নেই, তবে পুকুরের সঙ্গে খালের একটি সংযোগ ছিল। পুকুরে মাছ চাষ করার জন্য সংযোগটি বন্ধ করেছি।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, অভিযোগের ঘটনাটি সত্য। আমরা শিগগিরই খালটি পুনরুদ্ধার করব।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC