ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্টেশনের উভয় পাশের মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গতকাল শনিবার (১৬ নভেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদের যৌথ উদ্যাগে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন এবং সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর রাজনৈতিক প্রভাবে একটি চক্র আবারও স্থাপনা গড়ে তোলে। এতে মহাসড়কের যানজটের কোনো স্থায়ী সমাধান হয় না। ঘুরেফিরে মহাসড়কে দুর্ভোগ লেগেই থাকে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন সাংবাদিকদের জানান, এবার তালিকা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। কিছুদিন আগে নিমসার বাজার, আজ চান্দিনা বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তারপর দাউদকান্দির গৌরীপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যাগে স্থায়ীভাবে কিছু করার পরিকল্পনা রয়েছে। যাতে অবৈধ স্থাপনা আবার গড়ে না উঠে।