ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার চান্দিনায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

Discussion meeting on the occasion of Durga Puja celebrations at Chandina, Cumilla
কুমিল্লার চান্দিনায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) চান্দিনা থানার আয়োজনে পূজা উদযাপন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মানান বিপিএম বার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) এএসপি এনায়েত কবির শোয়েব, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌরসভার মেয়র শওকত হোসেন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়াম স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো লিটন সরকারসহ পূজা উদযাপন কমিটির সদস্যরা।