কুমিল্লায় অবৈধভাবে বোতলজাত করে সয়াবিন তেল বিক্রি এবং নকল পণ্য তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৩ আগস্ট) কুমিল্লার চান্দিনা উপজেলার হারং ইউনিয়নের উদিলার পাড় এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।
কুমিল্লা ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, অভিযানে 'রহমান কনজিউমার ফুড প্রোডাক্টস লি:' নামের প্রতিষ্ঠানটি ড্রামের সয়াবিন তেল কোনো ধরনের প্রক্রিয়াজাতকরণ ছাড়াই সরাসরি বোতলে ভরে বাজারজাত করছিল।
এছাড়াও, তারা সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিল। প্রতিষ্ঠানটি 'রুপচাঁদা' ব্র্যান্ডের নকল মোড়ক ব্যবহার করে ভোক্তাদের প্রতারিত করছিল বলে জানা গেছে।
এছাড়াও, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং লেবেলবিহীন সুগন্ধি নরমাল পানির সঙ্গে মিশিয়ে কেওড়া জল নামে বাজারজাত করার প্রমাণও পাওয়া যায়। এসব অপরাধে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই এর ফিল্ড অফিসার ইকবাল আহমেদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: শওকত আলী, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল।
এ বিষয়ে ভোক্তা অধিকারের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউসার মিয়া বলেন, ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC