
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। সরকারের জাতীয় ইপিআই কার্যক্রমের অংশ হিসেবে এই টিকা প্রদান করা হচ্ছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে চান্দিনা আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান।
উদ্বোধনী দিনে চান্দিনা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের চার বছর উর্ধ্ব প্রাক-প্রাথমিক, পাঁচ বছর উর্ধ্ব প্রাক-প্রাথমিক এবং প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১,২৫২ জন শিক্ষার্থীকে টাইফয়েড জ্বর প্রতিরোধী টিকা দেওয়া হয়। টিকাদান কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও বিদ্যালয় কর্তৃপক্ষ ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা, সহকারী শিক্ষা কর্মকর্তা ফাতিহা বিনতে বশির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. সুবল চন্দ্র দেবনাথ এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোহাম্মদ মহিউদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোহাম্মদ আশরাফুল হক বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টিকাদানের কোনো বিকল্প নেই। টাইফয়েডসহ নানা সংক্রামক রোগ থেকে আমাদের শিশুদের সুরক্ষা দিতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, চান্দিনা উপজেলায় ধাপে ধাপে সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হবে।