কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ মো. রাশিদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এসময় রফিকুল ইসলাম নামের আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
সেনাবাহিনীর ভাষ্যমতে, রাত সাড়ে ১২টায় পরিচালিত এই অভিযানে আটক মো. রাশিদের কাছ থেকে ২৯০ পিস ইয়াবা, ৫০ কেজি গাঁজা, ৮০ বোতল ফেনসিডিল, ৫৯ ক্যান বিয়ার, দুটি মদের বোতল, নগদ ১ লাখ ৭৩ হাজার ৫৩০ টাকা এবং ২টি পাসপোর্ট জব্দ করা হয়।
আটক মো. রাশিদ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এর বাসিন্দা মো. শামীমের ছেলে। অন্যদিকে, পালিয়ে যাওয়া রফিকুল ইসলাম নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার তুসহি গ্রামের সৈয়দ আহমেদের ছেলে বলে জানা গেছে।
আটককৃত রাশিদকে জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, "আমরা সেনাবাহিনীর কাছ থেকে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল পেয়েছি। আইন অনুযায়ী আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবো।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC