মার্চ ৩১, ২০২৫

সোমবার ৩১ মার্চ, ২০২৫

কুমিল্লার আদালতে নিজেকে নির্দোষ দাবি মামুনুল হকের

Mamunul Haque
ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় চার্জ গঠনের দিন কুমিল্লার আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও হেফাজতের আরেক নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

সোমবার (৮ জুলাই) দুপুর ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন একটি মামলার অভিযোগ গঠন করেন। ওই মামলার অভিযোগ গঠনের শুনানিতে তাঁরা উপস্থিত হয়েছিলেন।

সাংবাদিকেরা মামুনুল হকের কাছে আদালতে উপস্থিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নন তিনি। যদি কোনো বিষয় জানার থাকে, তাহলে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ জানান।

এ বিষয়ে মামুনুল হকের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী সাংবাদিকদের জানান, ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় এক মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় মামুনুল হকসহ ছয়জনকে আসামি করা হয়। আজ এই মামলার অভিযোগ গঠনের দিন ছিল। তাই আসামিরা আদালতে উপস্থিত হয়েছেন।

এই আইনজীবী আরও জানান, বিচারকের সামনে মাওলানা মামুনুল হক তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। পরে বিচারক মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।