কুমিল্লা নগরীর বিএনপির কার্যালয়ের সামনেসহ চারটি স্থানে শুক্রবার রাত হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর টমছমব্রিজ এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর কিছু সময়ের মধ্যে নগরীর আরও চারটি স্থান গোয়ালপট্টি, কান্দিরপাড় ও রাণীর বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC