কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশ গত ২২ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম রাজিয়া আক্তার প্রঃ ইতি (২৪), পিতা-আক্তার হোসেন, মাতা- রুপিয়া বেগম প্রঃ মালু প্রঃ কালু, উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা রেললাইন এর পূর্ব পাশে রুপিয়া বেগম মালু এর বসত ঘরের সামনে ইটের স্তুপ এর ভিতর তল্লাশী করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ বলছে, আসামী দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC