কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা পুলিশের অভিযানে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানায়, আজ ২৭ জানুয়ারি রাত ৩টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীমন্তপুর গ্রামস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা অভিমুখী লেনে চেকপোস্ট বসিয়ে একটি সোহাগ পরিবহন বাস আটক করা হয়।
বাসের যাত্রীদের তল্লাশিকালে সিট নং-ঐ১-এর যাত্রী মো. ফখরুল ইসলাম প্রকাশ আমিনুল ইসলাম খোকনের (৫০) দেহ তল্লাশি করে একটি কাগজের খামে ১০টি সাদা রংয়ের এয়ার টেপ্ড প্যাকেটের ভিতর রক্ষিত প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ফখরুল ইসলাম প্রকাশ আমিনুল ইসলাম খোকন (৫০)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারোদোনা থানার দক্ষিণ রুপকানিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ছেলে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC