ডিসেম্বর ১৮, ২০২৪

বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় ২৫২ পুলিশ মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা

কুমিল্লায় ২৫২ পুলিশ মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা
কুমিল্লায় ২৫২ পুলিশ মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা। ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগ ও সাহসীকতার অবদানের জন্য কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক ২৫২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে “পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা” শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন জাতির শ্রেষ্ঠ সন্তানদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা।