কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গতকাল (২১ নভেম্বর, ২০২৩) ভোরে জেলা গোয়েন্দা শাখার একটি টিম কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর ব্রীজের দক্ষিণ পাশে চেকপোস্ট বসিয়ে ডিউটি করছিল।
এ সময় একটি প্রাইভেটকার আসার পর তা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রাইভেটকারের পেছনের সিটে থাকা একটি ব্যাগে ২০ কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেফতারকৃত সেলিম মিয়া কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ছোট তুলাগাঁও গ্রামের মৃত আলী আজগরের ছেলে। সে বর্তমানে ঢাকার গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় বসবাস করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC