কুমিল্লার গোয়েন্দা শাখা (ডিবি) গত ২৪ ঘন্টায় পৃথক দুটি অভিযানে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ডিবি জানায়, সোমবার (১৩ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কমলাপুর সাকিনস্থ মজুমদার বাড়ীর সামনে হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ হেলাল (৩৮) ও মোঃ মাসুদ (৫০) গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, সোমবার (১৩ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ০৫নং পঁশ্চিম জোড়কানন ইউপির ০১নং ওয়ার্ডের অন্তর্গত জোড়কানন হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান (৪২) গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC