কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৬২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার এসআই শেখ মফিজুর রহমান, এসআই গোলাম কিবরিয়া, এএসআই মোঃ আরমান হোসেন, এএসআই পলাশ বড়ুয়া ও সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ০৪নং আমড়াতলী ইউনিয়নের উত্তর জামবাড়ী এলাকার কালভার্টের নিচে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার সঙ্গী কামরুল হোসেন (পলাতক) ও অজ্ঞাতনামা ০২জনের ফেলে যাওয়া ৮১ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। প্রতি পোটলায় ২ কেজি করে মোট ১৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর সঙ্গী কামরুল হোসেন ও অজ্ঞাতনামা দুজন পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC