মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫

কুমিল্লায় ১৫ লাখের বেশি শিশু পাবে টাইফয়েড টিকা, শুরু কবে?

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - More than 1.5 million children in Comilla will receive typhoid vaccine, when will it start
কুমিল্লায় ১৫ লাখের বেশি শিশু পাবে টাইফয়েড টিকা, শুরু কবে?

কুমিল্লায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি, যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ১৯ জন। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সংবাদকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক এই কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন, কুমিল্লা আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ জানান, এই টিকাদান ক্যাম্পেইনের আওতায় জেলায় মোট ১৫ লাখ ৮৬ হাজার ১৯ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ১১ লাখ ৫৬ হাজার ১২৫ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, চলমান কার্যক্রমে কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৭৩ শতাংশ পূরণ করেছে।

  • স্কুল শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ লাখ ৫ হাজার ৭৪৯ জন, যার মধ্যে সাত লাখ ১৩ হাজার ৬৮০ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
  • অন্যদিকে, কমিউনিটি ক্লিনিকের আওতায় লক্ষ্যমাত্রা ৫ লাখ ৮০ হাজার ২৭০ জন, যাদের মধ্যে ৪ লাখ ৪২ হাজার ৪৪৫ জন রেজিস্ট্রেশন করেছেন।

তিনি আরও উল্লেখ করেন যে, যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে সমস্যায় পড়ছেন, তাদের জন্য এনালগ পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে হাতে টিকার কার্ড দেওয়া হচ্ছে।

কর্মশালায় আরও জানানো হয়, স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ানো টাইফয়েড জ্বর বাংলাদেশে সংক্রমণজনিত রোগের অন্যতম প্রধান কারণ। এটি মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। টাইফয়েড প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিসিভি টিকা (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) কার্যকর ও নিরাপদ।

সারা বিশ্বে শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে এবং সামান্য জ্বর, ব্যথা বা অস্বস্তি ছাড়া কোনো জটিল প্রতিক্রিয়া দেখা যায়নি।

আসন্ন জাতীয় টিকাদান ক্যাম্পেইনে দেশের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। এছাড়া, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদের ইপিআই স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিসিভি টিকা দেওয়া হবে।

বিশেষত, বাংলাদেশে এই ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুরাই টাইফয়েডে বেশি আক্রান্ত হয়। তাই এই বয়সি শিশুদের এক ডোজ টিকা দিয়ে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস বয়সি শিশুদের এই টিকা দেওয়া হবে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ নূরুল হক, সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা, এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা: ফারিয়া জাফরিন আনসারী।

এ সময় কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সিনিয়র সাংবাদিক আবুল হাসানাত বাবুল, মীর শাহালম, সাদিক মামুন, কামাল উদ্দিন-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

আরও পড়ুন