কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত ৭ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম কৃষ্ণ সরকার @ কৃষ্ণা (৩৫)। সে কুমিল্লার কোতয়ালী মডেল থানার চকবাজার এলাকার মোল্লা বাড়ীর ভাড়াটিয়া।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা গত ৭ ডিসেম্বর রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ফুলতলী এলাকায় অভিযান চালায়। এ সময় তারা চৌয়ারা বাজার-টু-সুয়াগাজীগামী রাস্তার ফুলতলী-টু-মহাসড়কগামী রাস্তার উপর থেকে কৃষ্ণ সরকারকে এক প্লাস্টিকের বস্তাসহ আটক করে।
আটকের পর ওই প্লাস্টিকের বস্তা তল্লাশি করে বস্তার ভিতরে খাকী স্কচটেপ দ্বারা মোড়ানো তিনটি পোটলা পাওয়া যায়। প্রতি পোটলায় চার কেজি করে মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়।
পরে কৃষ্ণ সরকারকে গ্রেফতার দেখিয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC