"সেবার ব্রতে চাকরি"—এই স্লোগানে কুমিল্লা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন-২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। Physical Endurance Test (PET) সহ সকল ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪৭ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় তিনি জেলা পুলিশের পক্ষ থেকে নতুন নিয়োগপ্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মাত্র ১২০ টাকা ফি দিয়ে শতভাগ মেধা ও যোগ্যতার মাধ্যমে চাকরি পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা তাৎক্ষণিক নিজেদের আবেগ প্রকাশ করেন। নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ছিল বলে তারা জানান।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে কুমিল্লা জেলার যোগ্য প্রার্থীরা Physical Endurance Test (PET)-এর শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।
এরপর নতুন ডিজিটাল মাধ্যম “ফেইস ডিটেকশন” ব্যবহার করে লিখিত পরীক্ষা নেওয়া হয়, যেখানে ৪৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। চূড়ান্ত মৌখিক পরীক্ষায় এই ৪৮ জন থেকে ৪৭ জনকে মনোনীত করা হয়।
চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের এখন পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC