ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি: সংগৃহীত

গত (২৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. রানা সিকদার (৩০) কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটা (সিকদার বাড়ি) এলাকার মো. কাদের সিকদারের ছেলে।

পুলিশ জানায়, কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত ঢাকা বাস স্ট্যান্ড এর এশিয়া এয়ারকন কাউন্টারের সামনে খালি জায়গায় অভিযান চালানো হয়।

এসময় তল্লাশি করে মোঃ রানা সিকদারের কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।