কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে থানার এসআই (নিরস্ত্র) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর কাঁঠাল বাগান এলাকায় অভিযান চালায়।
এ সময় কামালের বাড়ীর সামনে গোমতী আইল সংলগ্ন কলা গাছের ঝোঁপের নিচ থেকে ৫১টি পোটলায় ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী নুরে আলম (৩৪) কে গ্রেফতার করা হয়। তবে তার সঙ্গীয় অপর আসামী মোঃ বিপ্লব পালিয়ে যায়।
গ্রেফতারকৃত নুরে আলম চাঁনপুর উত্তর পাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC