চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি আজ শনিবার (৩ মে) দুপুর ২টার দিকে কুমিল্লার অশোকতলা রেলগেট এলাকায় ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে থেমে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনটির যাত্রী ও সংশ্লিষ্টরা।
কুমিল্লা রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি দুপুর ২টার দিকে কুমিল্লা স্টেশনের আউটারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ করে ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং ট্রেনটি সেখানেই দাঁড়িয়ে পড়ে। প্রায় ৪০ মিনিট ধরে ট্রেনটি দাঁড়িয়ে থাকার পর, বেলা ২টা ৪০ মিনিটের দিকে একটি বিকল্প ইঞ্জিন এসে বিকল হওয়া ট্রেনটিকে টেনে কুমিল্লা স্টেশনে নিয়ে আসে।
কুমিল্লার সাব স্টেশন ইঞ্জিনিয়ার (পথ) মো. লিয়াকত আলী মজুমদার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বিজয় এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা করা হয়। ট্রেনটিকে কুমিল্লা স্টেশনে আনার পর, সেই ইঞ্জিন দিয়েই ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এই ঘটনায় প্রায় ৫০ মিনিটের মতো বিলম্ব ঘটেছে। বিকল হওয়া ইঞ্জিনটি মেরামতের জন্য লাকসাম জংশনের দিকে পাঠানো হচ্ছে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC