মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে বাংলাদেশকে বহির্বিশ্বে হেয়প্রতিপন্ন করার অভিযোগে কৃষক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রসমাজ’।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বর্পূণ স্থান প্রদক্ষিণ শেষে চৌদ্দগ্রামের হায়দার শপিং কমপ্লেক্সর সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র-জনতার গণভ্যুত্থানে জুলাই-আগস্ট হত্যাণ্ডের বিচারের দাবিতে বুধবার বিকেলে চৌদ্দগ্রামে এ বিক্ষোভ ও সমাবেশ করেন তারা।
এতে নেতৃত্ব দেন ফ্যাসিবাদবিরোধী ছাত্র সমাজের কুমিল্লা জেলা যুগ্ম-আহ্বায়ক মো. মামুন মজুমদার, আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম, নাছিম মিয়াজী ও আবুল হাসনাত সিয়াম প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, আওয়ামী লীগ একবার রিকশা লীগ একবার আনসার লীগ হয়ে আসে। এবার তারা এসেছে কানু লীগ হয়ে। বর্তমান সরকার শপথ গ্রহণের পরে ঘোষণা দিয়েছিল জুলাই-আগস্টে ছাত্র-জনতা হত্যার দায়ে জড়িত ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিচার করবে। অনেক বেলা হয়ে গেছে কার্যত কোনো বিচার আমরা দেখছি না। আমরা আশা করি সরকার দ্রুত বিচার কার্যক্রম শেষ করবে।
তারা আরও বলেন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু স্বাধীনতার মহান যুদ্ধকে ধারণ করে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ইতোমধ্যে তিনি দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন। অথচ তার বিরুদ্ধে হত্যাসহ ৯টি মামলা রয়েছে। আমরা প্রশাসনকে আহ্বান জানিয়ে বলি, দ্রুত যেন আব্দুল হাই কানুকে গ্রেপ্তার করা হয়। আব্দুল হাই কানুর জুতার মালার ঘটনাকে কেন্দ্র করে একটি মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। ছাত্রজনতা এ আওয়ামী লীগকে পুনর্বাসন যেকোনো মূল্যে রুখে দেবে।
প্রসঙ্গত, রোববার (২২ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে একদল দুর্বৃত্ত। রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC