বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে কুমিল্লায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে মহানগরীর কান্দিরপাড় এলাকায় একটি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও মহানগর জামায়াতের মিডিয়া সমন্বয়ক কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোসলেহ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মো.শাহজাহান, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাবেক সভাপতি লুৎফর রহমান, মাসুক আলতাফ চৌধুরী, আবুল হাসনাত বাবুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোছলেহ উদ্দিন বলেন, আজকে স্বৈরশাসকমুক্ত বাংলাদেশ। আমরা ৭১ সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC