ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় সরকার নির্ধা‌রিত দামে ডিম-আলু-পেঁয়াজ বিক্রি বাস্তবায়নে অভিযান

Campaign to implement the sale of eggs-potatoes-onions at the price set by the government in Cumilla City
কুমিল্লায় সরকার নির্ধা‌রিত দামে ডিম-আলু-পেঁয়াজ বিক্রি বাস্তবায়নে অভিযান। ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় সরকার নির্ধা‌রিত দামে ডিম-আলু-পেঁয়াজ বিক্রি বাস্তবায়নে বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় কর্তৃপক্ষ।

আজ বেলা সাড়ে ১০টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, ইচ্ছেমাফিক দামে বিক্রি ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বাকি ব্যবসায়ীদের ক্রয় ভাউচার ও ক্রয়ের তথ্য যাচাই করা হয় এবং যৌক্তিক মুনাফায় বিক্রি করতে সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম।