
কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে সময় টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি এবং কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার উদ্দিন রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বর্তমানে কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক বাহার রায়হান জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করেন।
তিনি তখন মিছিলের ছবি ও ভিডিও সংগ্রহ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর হামলা চালায়।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, “লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ঘটনায় কুমিল্লার সাংবাদিক সমাজসহ নানা মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।