
কুমিল্লার লাকসাম উপজেলায় বাস ও এস্কেভেটরের সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২০ যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিফাত হোসেন (২৫) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস এলাকাটি অতিক্রম করছিলো। এ সময় দ্রুতগামী ইকোনো পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সেভেটরের লম্বা বাকেটের অংশ বাসে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই একযাত্রী মারা যায়। চালকের বাম পা থেঁতলে যায়।
লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেয়া হচ্ছে।’
এদিকে দূর্ঘটনার পর সড়কের যানচলাচল ব্যাহত হয়। প্রায় আধাঘন্টা পর হইওয়ে পুলিশ স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনে।