নভেম্বর ২৮, ২০২৪

বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় শেখ হাসিনা ফ্রি ওয়াইফাই জোন স্থাপন, ২৫ স্থানে মিলবে ফ্রি সুবিধা

Establishment of Sheikh Hasina free wifi zone in Comilla, free facilities will be available at 25 places
কুমিল্লায় শেখ হাসিনা ফ্রি ওয়াইফাই জোন স্থাপন, ২৫ স্থানে মিলবে ফ্রি সুবিধা। ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীসহ জেলা সদরের বিভিন্ন এলাকার ২৫টি স্থানে ‘শেখ হাসিনা ফ্রি ওয়াইফাই জোন’ স্থাপন করে হাইস্পিড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।

গত বুধবার রাতে কুমিল্লা প্রেসক্লাবে স্থাপিত ২৫তম শেখ হাসিনা ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. আলী আকবরের ব্যক্তিগত উদ্যোগে এ সেবা চালু করা হয়েছে।

মো. আলী আকবর বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তৃণমূলে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে তিনি কুমিল্লা মহানগর ও জেলা সদরের বিভিন্ন এলাকার জনবহুল ও গুরুত্বপূর্ণ ২৫টি স্থানে শেখ হাসিনা ফ্রি ওয়াইফাই জোন স্থাপন করেছেন। পর্যায়ক্রমে আরও ২৫টি স্থানে ফ্রি ওয়াইফাই জোন স্থাপনের কাজ চলছে বলেও তিনি জানান।

এ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মো. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।