শীতের তীব্রতা একটু বাড়তেই দেশে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। প্রতিবছরের মতো এবারও কুমিল্লা সদর উপজেলার চম্পকনগরের জলাশয়ে দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এই পাখিদের দেখতে শীতে এসব স্থানে আসেন অনেকে প্রকৃতিপ্রেমী।
সরেজমিন বুধবার (৮ জানুয়ারি) সেখানে গিয়ে দেখা যায়, ঝাঁক বেঁধে জলাশয়ে ভেসে বেড়াচ্ছে পরিযায়ী পাখি। দল থেকে বেরিয়ে কিছু পাখি উড়ে বেড়াচ্ছে। জলাশয়ে নামছে একঝাঁক পাখি। জলাশয়ে ভেসে বেড়াচ্ছে কয়েকটি পরিযায়ী পাখি। গাছের ডালে পরিযায়ী পাখির ঝাঁক। কচুরিপানা ভরা বিলে পাতি সরালি ও শামুকখোল পাখির ঝাঁক। কচুরিপানা ভরা বিলে পাতি সরালি ও শামুকখোল পাখির ঝাঁক। তাদের মধ্যে ‘পাতি সরালি’এর সংখ্যাই বেশি। পরিমাণে গত বছরের চেয়ে বেশি, এমনটাই জানালেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বলেন, 'মূলত ডিসেম্বর মাসের দিকে অতিথি পাখিরা এখানে আসতে থাকে। আবার মার্চের শেষ দিকে ফিরে যায় আপন ঠিকানায়’
নগরীর বাদুরতলা থেকে সপরিবারে পাখি দেখতে আসা জাহানারা বিনতে জসিম বলেন, ‘শীতে এই জলাশয়ে পাখিদের মেলা বসে। পাখি দেখতে সপরিবারে চলে আসছি। দারুণ উপভোগ করছি।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC