সেপ্টেম্বর ৮, ২০২৪

রবিবার ৮ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লায় শিশু ও নারী নির্যাতন ও সাইবার অপরাধের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা

কুমিল্লায় শিশু ও নারী নির্যাতন ও সাইবার অপরাধের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা
কুমিল্লায় শিশু ও নারী নির্যাতন ও সাইবার অপরাধের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা। ছবি: সংগৃহীত

জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লার আয়োজনে শিশু ও নারী নির্যাতন এবং সাইবার অপরাধের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ (৩০ জুন) কুমিল্লা ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ওয়াইডব্লিউসিএ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট নারীনেত্রী আইরিন মুক্তা অধিকারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বিশিষ্ট নারীনেত্রী বীর মুক্তিযোদ্ধা পাপড়ি বসু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কলি গোমেজ।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেরুন সুলতানা ইমির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক একরামুল হক, মাহতাব সোহেল, সাংস্কৃতিক সংগঠক এস.এ.এম আল মামুন।

সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করে শ্রেয়সী রায়। সংগীত পরিবেশন করেন ওমর ফারুক, বাউল রবিউল, রাবেয়া, তিথি দাস সহ জেলা শিল্পকলা একাডেমি সংগীত দল।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।