সেপ্টেম্বর ১৭, ২০২৪

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লায় শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে এমপি বাহারের পূজা মন্ডপ পরিদর্শন

A.K.M. Bahauddin Visit to Puja Mandap on Autumn Durga Puja Ashtomi in Cumilla
কুমিল্লায় এমপি বাহারের পূজা মন্ডপ পরিদর্শন। ছবি: সংগৃহীত

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

এসময় প্রতিটি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা ফুল দিয়ে বরণ করে নেন এমপিকে।

জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের জাঙ্গালিয়া দত্তবাড়িতে আয়োজন করা হয় শারদীয় দুর্গোৎসবের। শারদীয় শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে রবিবার সন্ধ্যায় এ মন্ডপে যান সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।

রাখাল চন্দ্র শীল বলেন, আমরা দীর্ঘ বছর ধরে বাহার ভাইকে দেখে আসছি। তিনি এমপি আছেন বলেই আমরা নিরাপদে আছি। বাহার ভাইয়ের নির্দেশে আওয়ামী লীগ নেতা কর্মীরা আমাদের মণ্ডপ পাহারা দেয়। দেশের অন্য এলাকার কথা জানি না, আমাদের এলাকায় বাহার ভাইয়ের নেতৃত্বে আমরা ভালো আছি। একই কথা বললেন গোবিন্দ চন্দ্র শীল।

দুর্গাপুর উত্তর ইউনিয়নের আমতলী এলাকার পূজামণ্ডপে গেলে স্থানীয় এমপিকে বরন করতে ছুটে আসেন মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা। ফুল নিয়ে ছুটে আসেন বৃদ্ধ বেনু চন্দ্র শীলসহ অন্যান্যরা। স্মৃতি ধরে রাখতে অন্যান্যদের সাথে তুলে রাখেন ছবি।

বেনু চন্দ্র শীল বলেন, পূজা নিয়ে আমাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এ এলাকায় হিন্দু-মুসলিমদের মধ্যে রয়েছে সম্প্রীতি। আমাদের মণ্ডপে এমপি সাহেব এসেছেন, এতে আমরা খুব খুশী হয়েছি। উনার আগমন আমাদের উৎসবকে প্রানবন্ত করে তুলেছে।

এর আগে কালির বাজার ইউনিয়নের হরিদাস বাবাজির আখড়া সংঘে গিয়ে বৃদ্ধা বাসনা দেবনাথসহ সনাতন ধর্মাবলম্বীদের এর সঙ্গে কুশল বিনিময় করেন স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় তারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আশ্বাস দেন।