বৃহস্পতিবার ২৪ জুলাই, ২০২৫

কুমিল্লায় শহীদ পরিবারের খোঁজখবর নিলেন এনসিপির হাসনাত-সারজিসসহ কেন্দ্রীয় নেতারা

ছবি: সংগৃহীত

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ কুমিল্লায় এক পদযাত্রার আয়োজন করে। এই পদযাত্রাটি রাজধানীর মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক র‍্যালিতে রূপান্তরিত হয়। পদযাত্রার আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা ৩০ জন শহীদ পরিবারের সদস্যের সাথে দেখা করে তাদের প্রতি সংহতি জানান।

বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের হোটেল নূরজাহানে শহীদ পরিবারের সদস্যদের সাথে এক মধ্যাহ্নভোজ ও ঘরোয়া মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এই সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন। শহীদ রিফাতের মা, শহীদ ইউসুফের স্ত্রী রেহেনা এবং শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন কাঁদতে কাঁদতে শহীদদের ঘটনার মর্মান্তিক বর্ণনা দেন কেন্দ্রীয় নেতাদের কাছে।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। এছাড়া কুমিল্লা জেলার এনসিপি নেতৃবৃন্দও এই অনুষ্ঠানে অংশ নেন।

মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভা শেষে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করেন। এরপর টমছম ব্রিজ থেকে পদযাত্রা শুরু হয়। এই শোক র‍্যালিটি টমছম ব্রিজ, পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন, জেলা পরিষদ/সিটি কর্পোরেশন রোড, ফৌজদারি রোড, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর, লিবার্টি চত্বর হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়। টাউন হলে একটি জনসভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা শাসন গাছা, আলেখারচর হয়ে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাত্রা করবেন

আরও পড়ুন