কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল ১৯২ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটকৃতরা হলেন কোতয়ালী মডেল থানার শাহাপুর এলাকার বাসিন্দা। ওয়াসিম মিয়া মো. মোকতল হোসেনের ছেলে এবং সুমন মো. আব্দুস সাত্তারের ছেলে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন সদর দক্ষিণ উপজেলার দুর্লভপুর এলাকায় অভিযান চালায়। এসময় তাদের হেফাজতে থাকা ১৯২ বোতল স্কাফ উদ্ধার করা হয়। একই দিন র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১১, সিপিসি-২।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য স্কাফ সংগ্রহ করে আসছিল এবং কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করছিল।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালনা করা হয়।
র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC