কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় র্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-১১ কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মাহমুদুল হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম, সাজু মিয়া, মো. রিয়াদ, মো. রবিউল, মো. মানিক, রিপন সরদার, মো. সাজু, রিপন হাওলাদার এবং মো. সজিব।
র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, সাইফুলের নেতৃত্বে এই সংঘবদ্ধ ডাকাত দলটি গত সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় দুই ব্যক্তিকে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে পালানোর সময় র্যাব তাদের ধাওয়া করে। এরপর দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, র্যাবের মনোগ্রামযুক্ত জ্যাকেট, স্বর্ণের আংটি, ওয়াকিটকি, ইলেকট্রিক শকার, হ্যান্ডকাফ, চারটি মোবাইল ফোন মনোগ্রাম স্টিকার, লাঠি টর্চলাইট, ওয়ারলেস টকিং টুল, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা ২৭ অক্টোবর বিকালে চৌদ্দগ্রাম এলাকায় র্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের টাকা বহনকারী গাড়িটি আটক করে। এরপর তারা গাড়িতে থাকা বিকাশের দুই কর্মচারীকে হাত-পা বেঁধে ২৫ লাখ ৯২ হাজার টাকা লুটে নিয়ে মহাসড়কের চান্দিনা এলাকায় তাদের রাস্তার পাশে ফেলে দেয়।
র্যাব-১১ কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মাহমুদুল হাসান সাংবাদিকদের আরও জানান, 'গ্রেপ্তার সাইফুলের নেতৃত্বে ডাকাত দলটি কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক-মহাসড়কে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম, চান্দিনাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC