মে ১১, ২০২৫

রবিবার ১১ মে, ২০২৫

কুমিল্লায় রোভার স্কাউটদের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুমিল্লায় রোভার স্কাউটদের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
কুমিল্লায় রোভার স্কাউটদের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত/ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের আয়োজনে ‘জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৫’ কুমিল্লা সরকারি কলেজে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপটি উদ্বোধন করেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি উডব্যাজার মাসুক আলতাফ চৌধুরী।

কোর্স পরিচালনায় ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের, যিনি ওয়ার্কশপে নেতৃত্ব দেন।

স্বাগত বক্তব্যে কুমিল্লা জেলা রোভারের কর্মপরিকল্পনা তুলে ধরেন সম্পাদক মহিউদ্দিন লিটন, যিনি কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষও।

আর্থিক বিষয় ও গত বছরের কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন কোষাধ্যক্ষ উডব্যাজার মাঈনুদ্দীন খন্দকার।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা রোভারের সহ-সভাপতি ও শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন স্মরণ।

উপস্থাপনায় ছিলেন কুমিল্লা জেলা রোভারের যুগ্ম সম্পাদক ও এথনিকা স্কুল অ্যান্ড কলেজের রোভার স্কাউট লিডার মো. দাউদ খান দোলন।

ওয়ার্কশপে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক ইফতেখার আলম ভূঁইয়া এবং রোভার স্কাউট লিডার গোলাম জিলানী।

অংশ নেন বিভিন্ন কলেজের প্রায় ৫০ জন রোভার স্কাউট লিডার ও গার্ল ইন রোভার স্কাউট নেতৃবৃন্দ, যারা জেলার নানা প্রান্ত থেকে এসেছেন।

তাদের মধ্যে ছিলেন ভাষা সৈনিক অজিত গুহ কলেজ, রুপসী বাংলা কলেজ, তিতাস, গৌরীপুর, আড্ডা, চান্দিনা, হাসানপুর ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

রোভার স্কাউটদের স্কাউটিং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মপরিকল্পনা তৈরিতে ওয়ার্কশপটি ছিল একটি সফল প্ল্যাটফর্ম।

বক্তারা বলেন, এমন কার্যক্রমের মাধ্যমে জেলার রোভার স্কাউটরা দক্ষ হয়ে উঠবে এবং আগামী দিনে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।

আরও পড়ুন