কুমিল্লার সর্ববৃহৎ রক্তদাতাদের সংগঠন সঞ্চারণের ১৩ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।
আজ শুএবার (২৪ জানুয়ারী) চাঁনপুর ব্রীজ সংলগ্ন গোমতি টাচ রিসোর্টে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।
উক্ত দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধীরা উপস্থিত ছিলেন।
এস, এম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধাণ ডাঃ লিটন কুমার রায়, এইড কুমিল্লার নির্বাহি পরিচালক রোকেয়া বেগম শেফালী, বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসাল্টেন্ট ডাঃ ইসরাত জাহান, মেডিনোভা মেডিকেল সার্ভিসের অর্থোপেডিক কনসাল্টেন্ট ডাঃ সাকিব আহমেদ।
সদস্য এবং অতিথিরা কুমিল্লার রক্তদান কার্যক্রম এগিয়ে নেয়া এবং অন্যান্য সামাজিক বিষয়ে তরুণদের অংশগ্রহণের ব্যাপারে আলোচনা করেন। সঞ্চারণ রক্তদানের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ও অন্যান্য সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেয়।