
কুমিল্লার দুটি ভিন্ন এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চারটি শর্টগান ও অন্যান্য সরঞ্জামসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভোররাত ৩টা থেকে ৬টা পর্যন্ত শহরের দুটি ভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা কোতয়ালী থানার মুরাদপুর এলাকার মো. আবু হায়দার (৪০) এবং নূরপুর এলাকার মজিবর রহমান (৩৮), যিনি ‘পেনু মির্জা’ ছদ্মনামেও পরিচিত।
অভিযানে তাদের কাছ থেকে চারটি শর্টগান, একটি বিদেশি চাকু, একটি ছেনি, দুটি অ্যান্ড্রয়েড ফোন, দুটি বাটন ফোন, একটি পাসপোর্ট এবং একটি এলজির কার্তুজ উদ্ধার করা হয়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, যৌথ বাহিনী গ্রেফতারকৃত আসামিদেরকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।