বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

Youth arrested with weapons in joint forces operation in Comilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার রামঘাটলায় আওয়ামী লীগ অফিস সংলগ্ন এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ রুদ্র চন্দ্র দাস (২২) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (২৬ মে) সকাল ৭টায় পরিচালিত এই অভিযানে একটি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক রুদ্র চন্দ্র দাস কান্দিরপাড় এলাকার রামঘাটলা ৪৫/১ নম্বর বাড়ির স্বপন চন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুদ্র স্বীকার করেছে যে, সে এবং তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং পরিচালনা করে। তাদের কাছে মোট তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এই গ্যাং ভারতীয় সীমান্ত ব্যবহার করে অস্ত্র চোরাচালান করে এবং দেশের অভ্যন্তরে তা বিক্রি করে থাকে বলে জানিয়েছে পুলিশ।

যৌথবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৩ বীরের সেনাবাহিনীর বিশেষ অবৈধ অস্ত্র উদ্ধারকারী দলের এই অভিযান কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র চক্রের সন্ধানে একটি বড় সাফল্য। আটক রুদ্রকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, “রুদ্রকে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।”

আরও পড়ুন